কুররাতু আইয়ুন pdf বই ডাউনলোড। এটুকু খুব মন দিয়ে পড়তে হবে। না হলে পুরো বইটিকেই ‘বিদআত’ শিরকী বলেও বসতে পারেন। এই বই থেকে তারাই উপকৃত হতে পারবেন, যাদের এই ভূমিকা বোঝা হয়ে গেছে। পাঠকদের মধ্যে বিভিন্ন মানহাজের ভাইবোনেরা আছেন।
আসলে আমরা কেউই কিন্তু আদর্শিক প্রান্তিকতা থেকে মুক্ত নই। ভালোলাগার দিক থেকে কেউ তাবলীগী, তাসাউউফপন্থী, সালাফী, রেজভী, জামায়াতে ইসলামপন্থী – কোন কোন আদর্শঘেঁষা আমরা সবাই। সবার আদর্শের দালিলিক অংশটুকুর প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি।
বইয়ের প্রায় প্রতিটি অধ্যায়েই তাবলীগের কথা আছে। আমরা আজকের যতটুকুই ইলম, ভাবনা আর সমন্বয় – এগুলোর বুনিয়াদ ‘ দাওয়াত ও তাবলীগ’ – এর প্রচলিত মেহনতই। এটা আমাকেও স্বীকার করেই লিখতে হবে, আর আমার বন্ধুদেরও এটা স্বীকার করেই পড়তে হবে। এই লেখা শুধুমাত্র যারা ইসলাম অনুযায়ী পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলৈ জীবনকে সাজাতে চান, তাদের জন্য।
এখানে ইসলাম মানে এটু বোঝার ব্যাপার আছে। ইসলাম মানে হলো – কুরআন এবং কুরআনের ব্যাখ্যা, যা নবীজী করেছেন (হাদীস); হাদীসের ব্যাখ্যা। যা সাহাবীরা করেছেন (আছার); আছারের ব্যাখ্যা, যা তাবেঈরা করেছেন, পূর্ববর্তী উলামাগণ (সালাফ) যার উপর ঐক্যমত পোষণ করেছেন।
ইসলামকে বাঁকিয়ে পেঁচিয়ে নিজেদের মনমতো সংজ্ঞায়ন করে সাজিয়ে নিলে সেটা ইসলাম নয়। আল্লাহও যেন খুশি থাকে, আবার শয়তানও যেন নারাজ না হয় – এ ধরনের ইসলামের সাথে নিংসম্পর্ক ঘোষণা করছি। মনেত মতো ব্যাখ্যা যাদের পছন্দ, তারা এই বই পড়ে দ্বিমত করা ছাড়া বেশি উপকার পাবেন না।
এখানে সব কিছুই সুন্নাহ সাব্যস্ত, তা কিন্তু নয়। কিছু আছে দলিল সাব্যস্ত, কিছু আছে আলেমগণের নিরীক্ষিত কওল, কিছু আছে কমন সেন্স ও আদব। যদি খটকা লাগে ফিকবীভাবে আস্থাভাজন আলৈমের তাহকীক ও পরামর্শ নেবেন। কিতাব যথেষ্ট না, কিতাবের সাথে রিজাল (ব্যক্তি) যুক্ত হলেই ইলম পূর্ণতা পায়।
তাই এখানে যা-ই থাকুক, খটকা লাগলে নিজ পছন্দের মানহাজের আলেম থেকে যাচাই করে অনুমোদিত হলে আমল করবেন। কিহী বা দীনী যেটুকু শিখেছি পেয়েছি, আপনাদের খেদমতে আরজ করলাম। কারও উপকারে এল আল্লাহ বান্দাকে সাদাকাযে জারিয়ার বদলা দেবেন – এই আশায় লিখে দিলাম।
অনেকে আমার লেখা পড়ে মনে করতে পারেন, এই ব্যঅটা খালি নিজের ঢোল পিটায় – আমি এই করেছি, আমার অমুক এই করে। আসলে ব্যাপারটাহলো, আমি আমার সাথে ঘটা প্রতিটা ঘটনা নিয়ে ভাবি।
একটি মন্তব্য পোস্ট করুন