বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

আহা, মুসলিম মুসলিম ভার্তৃত্ব

 বিসমিল্লাহির রাহমানির রাহীম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি-



ভিডিও : PalVoice 

অনুবাধে : হাসিবুর রহমান।


এই দম্পতি প্রথমবার ওমরাহ হজ্জে এসে তাদের স্মৃতিটাকে ধরে রাখতে ওমরাহ হজ্জ করতে আসা এক ভদ্র লোককে বলে ছবি তুলে দিতে। কিন্তু ছবি তোলা শেষে মোবাইল ফেরত দেওয়ার সময় -


ছবি তুলে দেওয়া সে ব্যক্তি ইংরেজিতে জিজ্ঞেস করলেন : আপনি আলজেরিয়া থেকে নাকি?


স্বামী ভদ্রলোক : না, (তুনেশ) মানে তিউনিশিয়া থেকে। আপনি কোথা থেকে?


ছবি তুলে দেওয়া ভদ্রলোক : প্যালেস্টাইন।


স্বামী ভদ্রলোক : ইয়েমেন? (ইংরেজি প্যালেস্টাইন উচ্চারণ বুঝতে পারেননি)


ছবি তুলে দেওয়া ভদ্রলোক : না, প্যালেস্টাইন।

স্বামী ভদ্রলোক : ফিলিস্তিন?! গাজা?!

ছবি তুলে দেওয়া ভদ্রলোক : হ্যা। গাজা।


গাজা বলা মাত্রই ভদ্রলোক তাকে জড়িয়ে ধরলেন। হায় গাজা, ইয়া আল্লাহ গাজা, বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন।


 তার লাল হওয়া চেহারায় ফুটে উঠল গাজা উপত্যকার নির্যাতনের ব্যথা। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন : হে আল্লাহ, গাজাবাসীকে সাহায্য করুন।





পাশ থেকে ভদ্রলোকের স্ত্রী ও তার সখীরাও অনবরত বলে চলেছেন : আল্লাহ তোমাদের সাহায্য করুন। কাবার দিকে ইশারা করে বলতে থাকলেন : আল্লাহ তোমাদের হেফাজত করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search