মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮

বই – শব্দে শব্দে হিসনুল মুসলিম -ফ্রী ডাউনলোড

বিসমিল্লাহির রাহমানির রাহীম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি-


রচনায়: সাঈদ ইবনে আলী আল-কাহতানী | পৃষ্ঠাঃ  ৪৪৫ | সাইজঃ ৫ মেগাবাইট
সংক্ষিপ্ত বরবনাঃ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো দিবা-রাত্রীর দুআ। দু’আর অনেক বইয়ের মধ্যে সাঈদ ইবনে আলী আল-কাহতানী (রহ)-এর রচিত হিসনুল মুসলিম বইটি বেশ প্রাণিধানযোগ্য। বইটি বিভিন্ন ভাষায় প্রকাশ হয়েছে। বইটিতে নিত্যপ্রয়োজনীয় দুআগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে। এই বইটি বাংলায় অনুবাদ করেছেন মো: এনামুল হক। এবং বইটি শব্দার্থসহ প্রকাশ করেছে পিস পাবলিকেশন, ঢাকা।
বইটির অন্যতম বৈশিষ্ট্য:
  • কুরআন সুন্নাহর আলোকে দৈনন্দিন যিকর ও দু্’আর সমাহার
  • দুআগুলোর তথ্যসূত্র কুরআন ও হাদীস থেকে নেয়া হয়েছে। এবং পাশাপাশি এগুলোর ইবারাত উল্লেখ করা হয়েছে।
  • দুআগুলোর হাদীসসমূহের তাহক্কীক নাসিরুদ্দীন আলবানী (রহ)-এর তাহকীক থেকে নেয়া হয়েছে।
  • দুআগুলোর আরবী ইবারাতের শব্দগুলোর অর্থ দেয়া হয়েছে। যা আরবী শিখতে সহায়ক হবে বলে মনে করি।
  • আরবী দুআর পাশাপাশি বাংলা উচ্চারণও দেয়া হয়েছে।
শব্দে শব্দে হিসনুল মুসলিম – QA Server
শব্দে শব্দে হিসনুল মুসলিম – Mediafire

বইটি ভালো লাগলে অবশ্যই একটি Hard Copy সংগ্রহ করে অথবা লেখক বা প্রকাশনা প্রতিষ্ঠানকে সৌজন্য মূল্য প্রদান করে সহযোগিতা করুন।


একটি মন্তব্য পোস্ট করুন

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search