বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

“আল্লাহ্‌’’ ৯৯ নামের অর্থ

বিসমিল্লাহির রাহমানির রাহীম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি-
মহান প্রভু, সবকিছুর সৃষ্টিকর্তার নাম হচ্ছে আল্লাহ্‌। এটা হচ্ছে আল্লাহ্‌ তা’আলার সর্বশ্রেষ্ঠ নাম। কারণ যে কোন গুণবাচক নাম দিয়েই আল্লাহ্‌র কথা বলা হোক না কেন, সব নাম দ্বারা আল্লাহ্‌কেই ইঙ্গিত করা হয়।

যেমন, আল্লাহ্‌ তা’আলা বলেছেন,
তিনিই আল্লাহ্‌, যিনি ছাড়া লা ইলাহা ইল্লা হুয়া (আর কেউ নাই উপাসনা করার), দৃশ্যমান এবং অদৃশ্যমান জগতের সব ব্যাপারে যিনি সম্যক অবগত। তিনি সবচাইতে দয়ালু, সবচাইতে ক্ষমাশীল। তিনিই আল্লাহ্‌, যিনি ছাড়া লা ইলাহা ইল্লা হুয়া, যিনি সবকিছুর অধিপতি, পূতঃপবিত্র, সবকিছুর উর্ধে, নিরাপত্তা প্রদানকারী, অভিভাবক, সর্বশক্তিমান, সমুচ্চ, গৌরবান্বিত, সকল প্রশংসা তাঁর জন্য, তারা তাঁর সাথে যা কিছু শরিক করে সেগুলা থেকে তিনি অনেক উর্ধে। তিনি আল্লাহ্‌, যিনি শূন্য থেকে সৃষ্টি শুরু করেছেন, সবকিছু তৈরি করেছেন, আকৃতি দিয়েছেন। সবচাইতে ভাল নামগুলি তাঁর জন্যই প্রযোজ্য। মহাকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু তাঁর মহত্ত্ব বর্ণনা করে, এবং তিনিই সর্বশক্তিমান, সর্বজ্ঞ।” [৫৯:২২-২৪]
এখানে আল্লাহ্‌ তা’আলা তাঁর কিছু গুণবাচক নামের উল্লেখ করেছেন।
একইভাবে কুর’আনের অন্যত্র আল্লাহ্‌ বলেছেন,
“…এবং (সব) সুন্দর সুন্দর নাম আল্লাহ্‌ তা’আলার জন্য, সুতরাং তাঁকে এসব নামেই ডাক।” [৭:১৮০]
এবং,
“..বল (ও মুহাম্মাদ): আল্লাহ্‌ বলেই ডাক কিংবা সবচাইতে দয়ালু (আল্লাহ্‌) বলেই ডাক, যে নামেই ডাকনা কেন (সবই এক), কারণ সবচাইতে ভাল নামগুলা তাঁর জন্যই।” [১৭:১১০]
আবু হুরাইরাহ্‌ রাদিআল্লাহু তা’আলা আনহু কর্তৃক বর্ণিত, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
আল্লাহ্‌ তা’আলার রয়েছে নিরানব্বইটি নাম, একশো থেকে একটি কম, যে এই নামগুলি মনে রাখবে, বুঝবে এবং উপলব্ধি করবে, সে জান্নাহ -তে যাবে।” [বুখারি ৩.৫০:৮৯৪, মুসলিম ৩৫:৬৪৭৬, আত-তিরমধি ৫১.৮৭:৫১৩৮]
“আল্লাহ্‌” এই নামটি হচ্ছে সব নামের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ। বাদবাকি নামগুলি (আত-তিরমিধি হতে) অর্থসহ নিচে দেয়া হল। ইনশা’আল্লাহ আমরা আমাদের সুবিধামত সময়ে এবং উপায়ে এই নামগুলি মনে রাখার চেষ্টা করব! প্রতিদিন কমপক্ষে ৩টি করে প্রায় এক মাসে, কিংবা ৫টি করে প্রায় ২০ দিনে, কিংবা ১০টি করে ১০দিনে এই নামগুলি মুখস্থ করে ফেলি। আল্লাহ্‌ আমাদের সবাইকে জান্নাহ –এর অধিবাসী করুক। আমীন!
ইনশাআল্লাহ্‌ আমরা কিছুদিন পর, একটা বই প্রকাশ করব যেইখানে আপনারা এই নামগুলির বিস্তারিত ব্যাখ্যা সহ পড়তে পারবেন।
 
ক্রমিক নং
নাম
বাংলা
অর্থ
.
الرَّحْمَنُ
আর-রহ়মানসবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময়
.
الرَّحِيمُ
আর-রহ়ীমসবচাইতে ক্ষমাশীল
.
الْمَلِكُ
আল-মালিকঅধিপতি
.
الْقُدُّوسُ
আল-ক্বুদ্দূসপূতঃপবিত্র, নিখুঁত
.
السَّلَامُ
আস-সালাশান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা
.
الْمُؤْمِنُ
আল-মু’মিনজামিনদার, সত্য ঘোষণাকারী
.
الْمُهَيْمِنُ
আল-মুহাইমিনঅভিভাবক, প্রতিপালক
.
الْعَزِيزُ
আল-’আযীযসর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত
.
الْجَبَّارُ
আল-জাব্বাদুর্নিবার, সমুচ্চ, মহিমান্বিত
১০.
الْمُتَكَبِّرُ
আল-মুতাকাব্বিরসর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত
১১.
الْخَالِقُ
আল-লিক্বসৃষ্টিকর্তা, (শূন্য থেকে)
১২
الْبَارِئُ
আল-বারি’বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী
১৩.
الْمُصَوِّرُ
আল-মুসউয়িরআকৃতিদানকারী
১৪.
الْغَفَّارُ
আল-গফ্‌ফাপুনঃপুনঃ মার্জনাকারী
১৫.
الْقَهَّارُ
আল-ক্বহ্‌হাদমনকারী
১৬.
الْوَهَّابُ
আল-ওয়াহ্‌হাস্থাপনকারী
১৭.
الرَّزَّاقُ
আর-রযযাক্বপ্রদানকারী
১৮.
الْفَتَّاحُ
আল-ফাত্তাহ়প্রারম্ভকারী, বিজয়দানকারী
১৯.
الْعَلِيمُ
আল-’আলীমসর্বজ্ঞানী, সর্বদর্শী
২০.
الْقَابِضُ
আল-ক্ববিদ়নিয়ন্ত্রণকারী, সরলপথ প্রদর্শনকারী
২১.
الْبَاسِطُ
আল-বাসিতপ্রসারণকারী
২২.
الْخَافِضُ
আল-খ়¯ফিদ়(অবিশ্বাসীদের) অপমানকারী
২৩.
الرَّافِعُ
আর-ঢ়¯ফি’উন্নীতকারী
২৪.
الْمُعِزُّ
আল-মু’ইয্বসম্মানপ্রদানকারী
২৫.
الْمُذِلُّ
আল-মুঝ়িলসম্মানহরণকারী
২৬.
السَّمِيعُ
আস-সামী’সর্বশ্রোতা
২৭.
الْبَصِيرُ
আল-বাসী়রসর্বদ্রষ্টা
২৮.
الْحَكَمُ
আল-হা়কামবিচারপতি
২৯.
الْعَدْلُ
আল-’আদল্‌নিখুঁত
৩০.
اللَّطِيفُ
আল-লাতীফঅমায়িক
৩১.
الْخَبِيرُ
আল-খবীরসম্যক অবগত
৩২.
الْحَلِيمُ
আল-হ়ালীমধৈর্যবান, প্রশ্রয়দাতা
৩৩.
الْعَظِيمُ
আল-’আযীমসুমহান
৩৪.
الْغَفُورُ
আল-গ’ফূরমার্জনাকারী
৩৫.
الشَّكُورُ
আশ-শাকূরসুবিবেচক
৩৬.
الْعَلِيُّ
আল-’আলিইমহীয়ান
৩৭.
الْكَبِيرُ
আল-কাবীরসুমহান
৩৮.
الْحَفِيظُ
আল-হ়াফীযসংরক্ষণকারী
৩৯.
الْمُقِيتُ
আল-মুক্বীতলালনপালনকারী
৪০.
الْحَسِيبُ
আল-হ়াসীবমীমাংসাকারী
৪১.
الْجَلِيلُ
আল-জালীলগৌরবান্বিত
৪২.
الْكَرِيمُ
আল-কারীমউদার, অকৃপণ
৪৩.
الرَّقِيبُ
আর-রক্বীবসদা জাগ্রত,অতন্দ্র পর্যবেক্ষণকারী
৪৪.
الْمُجِيبُ
আল-মুজীবসাড়া দানকারী, উত্তরদাতা
৪৫.
الْوَاسِعُ
আল-ওয়াসি’অসীম, সর্বত্র বিরাজমান
৪৬.
الْحَكِيمُ
আল-হ়াকীমসুবিজ্ঞ, সুদক্ষ
৪৭.
الْوَدُودُ
আল-ওয়াদূদস্নেহশীল
৪৮.
الْمَجِيدُ
আল-মাজীদমহিমান্বিত
৪৯.
الْبَاعِثُ
আল-বা‘ইস়পুনরুত্থানকারী
৫০.
الشَّهِيدُ
আশ-শাহীদসাক্ষ্যদানকারী
৫১.
الْحَقُّ
আল-হাক্ক্বপ্রকৃত সত্য,
৫২.
الْوَكِيلُ
আল-ওয়াকীলসহায় প্রদানকারী,আস্থাভাজন, উকিল
৫৩.
الْقَوِيُّ
আল-ক্বউইক্ষমতাশালী
৫৪.
الْمَتِينُ
আল মাতীনসুদৃঢ়, সুস্থির
৫৫.
الْوَلِيُّ
আল-ওয়ালিইবন্ধু, সাহায্যকারী, শুভাকাঙ্ক্ষী
৫৬.
الْحَمِيدُ
আল-হ়ামীদসকল প্রশংসার দাবীদার, প্রশংসনীয়
৫৭.
الْمُحْصِي
আল-মুহ়সীবর্ণনাকারী, গণনাকারী
৫৮.
الْمُبْدِئُ
আল-মুব্‌দি’অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা
৫৯.
الْمُعِيدُ
আল-মু’ঈদপুনঃপ্রতিষ্ঠাকারী, পুনরূদ্ধারকারি
৬০.
الْمُحْيِي
আল-মুহ়ীইজীবনদানকারী
৬১.
الْمُمِيتُ
আল-মুমীতধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী
৬২.
الْحَيُّ
আল-হ়াইইচিরঞ্জীব, যার কোন শেষ নাই
৬৩.
الْقَيُّومُ
আল-ক্বইয়ূমঅভিভাবক, জীবিকানির্বাহ প্রদানকারী
৬৪.
الْوَاجِدُ
আল-ওয়াজিদপর্যবেক্ষক, আবিষ্কর্তা, চিরস্থায়ী
৬৫.
الْمَاجِدُ
আল-মাজিদসুপ্রসিদ্ধ
৬৬.
الْوَاحِدُ
আল-ওয়াহ়িদএক, অনন্য, অদ্বিতীয়
৬৭.
الصَّمَدُ
আস-সমাদচিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ
৬৮.
الْقَادِرُ
আল-ক্বদিরসর্বশক্তিমান
৬৯.
الْمُقْتَدِرُ
আল-মুক্বতাদিরপ্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী
৭০.
الْمُقَدِّمُ
আল-মুক্বদ্দিমঅগ্রগতিতে সহায়তা প্রদানকারী
৭১.
الْمُؤَخِّرُ
আল-মুআক্ষিরবিলম্বকারী
৭২.
الْأَوَّلُ
আল-আউয়ালসর্বপ্রথম, যার কোন শুরু নাই
৭৩
الْآخِرُ
আল-খিরসর্বশেষ, যার কোন শেষ নাই
৭৪.
الظَّاهِرُ
আজ়-জ়়হিরসুস্পষ্ট, সুপ্রতীয়মান, বাহ্য (যা কিছু দেখা যায়)
৭৫.
الْبَاطِنُ
আল-বাত়িনলুক্কায়িত, অস্পষ্ট, অন্তরস্থ (যা কিছু দেখা যায় না)
৭৬.
الْوَالِيَ
আল-ওয়ালিসুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু
৭৭.
الْمُتَعَالِي
আল-মুতা’আলীসর্বোচ্চ মহিমান্বিত, সুউচ্চ
৭৮.
الْبَرُّ
আল-বার্‌রকল্যাণকারী
৭৯.
التَّوَّابُ
আত-তাওয়াবিনম্র, সর্বদা আবর্তিতমান
৮০.
الْمُنْتَقِمُ
আল-মুন্‌তাক্বিমপ্রতিফল প্রদানকারী
৮১.
الْعَفُوُّ
আল-’আফুউশাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী
৮২.
الرَّءُوفُ
আর-র’ওফসদয়, সমবেদনা প্রকাশকারী
৮৩.
مَالِكُ الْمُلْكِ
মালিকুল মুলক্‌সার্বভৌম ক্ষমতার অধিকারী
৮৪.
ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ
জ়়ুল জালালি ওয়াল ইকমর্যাদা ও ঔদার্যের প্রভু
৮৫.
الْمُقْسِطُ
আল-মুক্বসিত়ন্যায়পরায়ণ, প্রতিদানকারী
৮৬.
الْجَامِعُ
আল-জামি’একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী
৮৭.
الْغَنِيُّ
আল-গ’নিইঐশ্বর্যবান, স্বতন্ত্র
৮৮.
الْمُغْنِي
আল-মুগ’নিসমৃদ্ধকারী, উদ্ধারকারী
৮৯.
الْمَانِعُ
আল-মানি’প্রতিরোধকারী, রক্ষাকর্তা
৯০
الضَّارُّ
আদ়-দ়়র্‌রযন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী
৯১.
النَّافِعُ
আন-নাফি’অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী
৯২.
النُّورُ
আন-নূরআলোক
৯৩.
الْهَادِي
আল-হাদীপথপ্রদর্শক
৯৪.
الْبَدِيعُ
আল-বাদী’অতুলনীয়, অনিধগম্য (Unattainable),
৯৫.
الْبَاقِي
আল-বাকীঅপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয়
৯৬.
الْوَارِثُ
আল-ওয়ারিস়সবকিছুর উত্তরাধিকারী
৯৭.
الرَّشِيدُ
আর-রশীদসঠিক পথের নির্দেশক
৯৮.
الصَّبُورُ
আস-সবূরধৈর্যশীল

একটি মন্তব্য পোস্ট করুন

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search