মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

মহিলাদের কপালে টিপ পরা

বিসমিল্লাহির রাহমানির রাহীম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি-


প্রশ্ন: মহিলাদের কপালে টিপ ব্যবহার কি হারাম? এ ব্যাপারে ইব্রাহীম আ. কে আগুনে নিক্ষেপের সময় কতিপয় উলঙ্গ মহিলাকে টিপ পরানো হয়েছিলো- মর্মে যে ঘটনা বলা হয় তা কি সঠিক?

উত্তর: ইবরাহীম আ. কে আগুনে নিক্ষেপ করার ঘটনায় কিছু মহিলাকে উলঙ্গ করে মাথায় টিপ দেয়ার প্রচলিত ঘটনাটির ব্যাপারে আমাদের অনুসন্ধানে নির্ভরযোগ্য কোন তথ্য পাওয়া যায় নি।

এটি বানোয়াট ও ভিত্তিহীন হতে পারে।

সঠিক কথা হলো, টিপ পরা মূলত: ভারত উপমহাদেশের মহিলাদের অঙ্গ সজ্জার একটি উপকরণ মাত্র। স্বামীর সামনে বা মহিলা অঙ্গনে মহিলাগণ সাজসজ্জা হিসেবে টিপ পরতে পারে। তবে হিন্দুদের অনুকরণে মাথার সিঁথির মাঝখানে লাল সিঁদুর পরা হারাম।

আরও শুনুন: শিশু এবং মেয়েরা টিপ ব্যবহার করলে শির্ক হবে কি? - Dr Abdullah jahangir


উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল। দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search