বিসমিল্লাহির রাহমানির রাহীম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি-
সংক্ষিপ্ত বর্ণনা: নামাযে আমরা আরবি ভাষায় কি বলি, তা কিছুই বুঝিনা কারণ আমরা বাংলাভাষী। আমাদের তা বুঝতে হলে তার বাংলা জানতে হবে। কারন কোন বিষয় না বুঝলে তা মানুষের কাছে গুরুত্বহীন মনে হয় এবং এতে একাগ্রতা নষ্ট হয় আর ইবাদত করতে হয় একাগ্রতার সাথে। আর নামাযে একাগ্রতা সৃষ্টি হাবে তাখনই যখন মানুষ নামাযে আল্লাহর সামনে দাঁড়িয়ে যা বলছে তা বুঝে শুনে বলে। নামাযে একাগ্রতা সৃষ্টির জন্য আমাদের সূরা ও দোয়া গুলো বুঝে পরতে হবে। আশাকরি এই ছোট্ট বইটি নামাযে আমরা যা পড়ি তা বুঝার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
নামাযে আমরা কি পড়ি ? – QuranerAlo Server
20111 Downloads