শনিবার, ৩০ জুন, ২০১৮

বইঃ বাছাইকৃত ১০০ হাদিসে কুদসী

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-



সংক্ষিপ্ত বর্ণনাঃ কুরআনের পরেই হাদিসের গুরুত্ব। হাদিসের মধ্যে আরও এমন কিছু হাদীস রয়েছে যেগুলি বিশেষ মর্যাদার অধিকারী, যেগুলি মূলতঃ আল্লাহর কথা নবী করীম (স) এর ভাষায়।  সেগুলোকে হাদীসে কুদসী ( পবিত্র হাদীস) বলা হয়। এ ধরণের হাদীসের মূলকথা সরাসরি আল্লাহর নিকট হতে প্রাপ্ত এবং আল্লাহর সাথে সম্পর্কিত করে, যেমন আল্লাহ তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) –কে ইলহাম কিংবা স্বপ্নযোগে অথবা জিবরাঈল (আ)-এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মহানবী (স) তা নিজ ভাষায় বর্ণনা করেছেন।

☆ ‘বাছাইকৃত ১০০ হাদীসে কুদসী’ বইটি মুলত সঙ্কলন ও ইংরেজীতে এর অনুবাদ করা হয় আরব দেশ থেকে। এটি ইংরেজী বই থেকে বাংলায় অনুবাদ করা হলেও অনুবাদের ক্ষেত্রে কখনো কখনো ইংরেজী অনুবাদকের অনুসরণ না করে সরাসরি মূল আরবী থেকে অনুবাদ করা হয়েছে।

☆ এ বইটি আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করা হয়েছে যেন পাঠকগণ সহজে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সুন্নাহ বুঝতে পারেন।

☆ যে সব কথা ও মন্তব্য ও পাদটিকা বন্ধনীর মধ্যে রয়েছে- তাঁর অধিকাংশই বঙ্গানুবাদ কর্তৃক সংযোজিত।

বাছাইকৃত ১০০ হাদিসে কুদসী— 

File Size: 3MB

Download Now!  

1 টি মন্তব্য:

  1. Thank you so much for letting me express my feelings about your post. You write every blog post so well. Keep the hard work going and good luck. Hope to see such a beneficial post ahead too.Thanks again for sharing this with us and stay blessed

    উত্তরমুছুন

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search