মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮

সৃষ্ট জীবের প্রতি দয়া

বিসমিল্লাহির রাহমানির রাহীম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি-



ইবনু ওমর (রাঃ) সূত্রে নবী (সাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক নারী একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছিল, সে তাকে বেঁধে রেখেছিল। সে তাকে খাবারও দেয়নি, ছেড়েও দেয়নি, যাতে সে যমীনের পোকা-মাকড় খেতে পারত (বুখারী হা/৩৩১৮ ‘সৃষ্টির সূচনা’অধ্যায়, অনুচেছদ-১১, মুসলিম, মিশকাত হা/১৯০৩)।

আবূ হুরায়রা (রা:) সূত্রে আল্লাহ্‌র রাসূল (সাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ‘এক ব্যভিচারিণীকে ক্ষমা করে দেয়া হয়। সে একটি কুকুরের কাছ দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পেল কুকুরটি একটি কূপের পাশে বসে হাঁপাচ্ছে। রাবী বলেন, পিপাসায় তার প্রাণ প্রায় ওষ্ঠাগত ছিল। তখন সেই নারী তার মোজা খুলে তার উড়নার সঙ্গে বাঁধল। অতঃপর সে কূপ হতে পানি তুলল (এবং কুকুরটিকে পানি পান করাল)। এ কারণে তাকে ক্ষমা করে দেয়া হল’ (বুখারী হা/৩৩২১ ‘সৃষ্টির সূচনা’অধ্যায়, অনুচেছদ-১৭, মুসলিম, মিশকাত হা/১৯০২)।

শিক্ষা: পশু-পাখির প্রতি সর্বদা সহানুভূতিশীল হতে হবে।

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search