মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

গত রবিবার রাতের মক্কার ঝড়-তুফান নিয়ে কিছু কথা

বিসমিল্লাহির রাহমানির রাহীম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি-


গত রবিবার রাতের মক্কার ঝড়-তুফান নিয়ে অনেকই অনেক মনগড়া মন্তব্য করেছেন, এই সব কথা ভিত্তিহীন।

প্রতি বছর আরাফাহ্ ঝড় বৃষ্টি হয় কয়েক দিন আগে মক্কাতে অনেক ঝড়ও বৃষ্টি হয়েছে।

এই রকম বৃষ্টি অন্য সময় দেখা যায় না, বৃষ্টি হয় কিন্তু ঝড়ও বাতাস খুব কমই দেখা যায়, আর এটা আল্লাহর পক্ষ থেকে হয়। মীনা মোযদালিফা ও আরাফাহ বৃষ্টির মাধ্যমে তাঁর মেহমানদের (হাজী) জন্য পরিস্কার করেন যেমনটা করেছেন বদরে বৃস্টি দিয়ে।

কিন্তু আশ্চর্যকর বিষয় হলো আমাদের সমাজে কিছু ব্যক্তি যাদেরকে আমরা ধার্মিক নেতা মনে করি তারাই আজ মন গড়া কথা সাধারন মানুষের মতো ভাইরাল করে, তারাই আবার নিজেদেরকে দাবি করে ইসলামিক চিন্তাবীধ, কিন্তু তারাকি জানে না ধারনা করা আল্লাহ ও তাঁর রাসূল (স:) নিষেধ করেছেন।

আল্লাহ তা’আলা বলেন:

قُتِلَ الْخَرَّاصُونَ

অনুমানকারীরা ধ্বংস হোক,
(আয-যারিয়াত - ১০)

ধারনা অনুমান কখনো হক বা সত্যি পর্যন্ত পৌছায় না বরং সমাজে ও মানুষের মাঝা শুধু ফিৎনা সৃস্টি করে।

আল্লাহ তা’আলা বলেন:

وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ إِبْلِيسُ ظَنَّهُ فَاتَّبَعُوهُ إِلَّا فَرِيقًا مِّنَ الْمُؤْمِنِينَ

আর তাদের উপর ইবলীস তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল। ফলে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল।
(সাবা - ২০)

হে প্রিয় মুসলিম অনুমান আন্দাজ কথা বার্তা থেকে বাহির হয়ে আসুন সত্যের যাচাই করুন, আল্লাহ ভালো করে জানেন সবার মনের কথা।


وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ إِبْلِيسُ ظَنَّهُ فَاتَّبَعُوهُ إِلَّا فَرِيقًا مِّنَ الْمُؤْمِنِينَ

আর তাদের উপর ইবলীস তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল। ফলে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল।
(সাবা - ২০)

প্রিয় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন:

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা অনুমান থেকে বেঁচে চলো। কারণ অনুমান বড় মিথ্যা ব্যাপার। আর কারো দোষ খুঁজে বেড়িও না, গোয়েন্দাগিরি করো না, পরস্পরকে ধোঁকা দিও না, আর পরস্পরকে হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষন করো না এবং পরস্পরের বিরুদ্ধাচরণ করো না। বরং সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। (সহিহ বুখারী:৬০৬৬ ,আধুনিক প্রকাশনী- ৫৬৩১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫২৭)

হে প্রিয়, আপনি আমার মুসলিম ভাই তাই আপনাকে স্মরণ করে দিলাম ।

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search