বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

বইঃ তালবীসুল ইবলীস

বিসমিল্লাহির রাহমানির রাহীম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি-

আল্লাহর সন্তুষ্টি বিধানার্থে এবং পরকালে মুক্তি পাওয়ার মানসেই আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া থাকি। কিন্তু আমাদের পরম শত্ৰু শয়তান কিভাবে যে চক্রান্ত করে এই পথে বাধা দিয়ে বিপথ এবং বিপদগামী করে—তাহা আমরা অনেকেই বুঝিতে পারি না। ফলে ইবাদত বন্দেগীতে পুণ্য লাভ হওয়ার পরিবর্তে জাহান্নামের পথই মুক্ত হয় বেশী। শয়তান এমন সূক্ষ্মভাবে তাহার কাজ করে যায় যে-উহা আমাদের চোখে ধরা পড়ে না। যা পাপ এবং অন্যায়, শয়তান উহাই আমাদের চোখে সৌন্দর্যমণ্ডিত করে দেখায়। আল্লাহ ওয়ালা বিশিষ্ট আলেমগণই শয়তানের এইসব চক্রান্ত ধরিতে পারেন।

‘তালবীসুল ইবলীস’ অর্থাৎ শয়তানের চক্রান্ত গ্রন্থে এই সমস্ত বিষয়বস্তুই উল্লেখ করা হয়েছে। মূল এই বইটি রচনা করেছেন আবদুর রহমান ইবনে মুহাম্মদ জাওযী (রহঃ)। এটির অনুবাদ করেছেন আবদুল জলীল। আর এটি প্রকাশ করেছে হক লাইব্রেরী, বায়তুল মুকাররম, ঢাকা-১০০০।

আল্লাহ শয়তানের চক্রান্ত হতে নিরাপদে রেখে একমাত্র তাঁহার সস্তুষ্টি বিধানার্থে আমাদেরকে ইবাদত বন্দেগী করার তাওফীক দিন।


তালবীসুল ইবলীস– Download Now!

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search